Uttorer Kantho

এক বছর না খেললেও চ্যাম্পিয়নস ট্রফির বিবেচনায় থাকবেন রুট-স্টোকস

দুজনের কেউই সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এ সংস্করণে খেলেননি। সামনের মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দলেও নেই। এরপরও আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে জো রুট ও বেন স্টোকসকে বিবেচনা করবে ইংল্যান্ড।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। দুটি সিরিজের জন্য আজ দল ঘোষণা করা হয়েছে। রুট বা স্টোকস—কেউই নেই তাতে। রুটকে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে, স্টোকসকে বিবেচনা করা হয়নি চোটের কারণে। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নয়, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও দুজনকে পাবে না ইংল্যান্ড। সে সময় পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে থাকবেন তাঁরা।

তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে রুট, স্টোকসের সঙ্গে ক্রিস ওকস ও মার্ক উডদের মতো খেলোয়াড়কে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচক লুক রাইট, ‘আমরা যথাসম্ভব শক্তিশালী হতে চাই। সে সময় টেস্ট ক্রিকেট নেই, ফলে আমাদের সবচেয়ে শক্তিশালী দল খেলানোর সুযোগ থাকবে। বড়দিন পর্যন্ত সূচি বেশ খ্যাপাটে, ফলে এ সময়ে (অন্য) ছেলেদের সুযোগ থাকবে নিজেদের দাবি জানানোর। তবে চ্যাম্পিয়নস ট্রফি এলে আমরা সবচেয়ে শক্তিশালী দল বেছে নিতে পারব।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *