চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের ত্রাণবাহী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বন্যার্তদের সাহায্যের জন্য গত দুই দিন ধরে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করে আসছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা দেন শিক্ষার্থীরা।
মিরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এতে সামনের সিটে থাকা তিন শিক্ষার্থীসহ ১২ জন আহত হন।
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত পাঁচশতাধিক
পরিসংখ্যান বিভাগের আশিক সরকার বলেন, একটি টিম নোয়াখালীর সেনবাগের উদ্দেশে রাত ৩টা নাগাদ রওনা হয়েছিল। মিরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জে ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় ১২ জন আহত হন। সবাইকে চমেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আবিদ তানভীর বলেন, ৫৩ ব্যাচের কায়কোবাদের মাথায় আঘাত লেগেছিল। আলহামদুলিল্লাহ ভালো আছে এখন। বাসায় নিয়ে গেছে ওর পরিবার।
তিনি বলেন, আমাদের ৪৯ ব্যাচের পলাশ পায়ে ব্যথা পেয়েছে। ভেঙে যাওয়া পায়ের অপারেশন ২/৩ দিন পর করতে হবে। অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলেছেন ডাক্তার। বাকিটা অপারেশনের পর জানা যাবে। সাদমানেরও অপারেশন হয়েছে, বর্তমানে সুস্থ আছে সে।