পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সেলফিতে পরীমনি। ফাইল ছবি
বিনোদন ডেস্কঃ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন পরীমনি। সৌন্দর্য আর অভিনয় গুণে অল্প ক’দিনেই পরী পৌঁছে গেছেন জনপ্রিয়তার র্শীষে। সিনেমার পাশাপাশি গ্ল্যামার গার্ল’খ্যাত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ সরব ও জনপ্রিয়। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে তিনি ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনের নানা খুঁটিনাটি বিষয় নিয়মিত প্রকাশ করে থাকেন। এবার পরীমনিকে দেখা গেল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সেলফিতে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গৌরবময় সেবার ৪৫’র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীমনি। বনানীতে অনুষ্ঠিত এই আয়োজনে পরীকে ঘিরে সেলফি তোলেন পুলিশ সদস্যরা।
পরীমনি বলেন, ‘ছোটবেলায় পুলিশ হওয়ার স্বপ্ন ছিল। পুলিশের প্রতি আমার আলাদা সম্মানবোধ রয়েছে। আমার বাবাও ছিলেন পুলিশ অফিসার। আর তাই তাদের আমন্ত্রণ পেয়েই চলে এসেছি। খুব ভালো লেগেছে।’
এদিকে, সম্প্রতি পরী শেষ করেছেন ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের কাজ। সহিদ উন নবীর পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন সজল। এছাড়াও ইতিমধ্যেই পরী শেষ করেছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিং। চয়নিকা চৌধুরী পরিচালনায় এতে পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।
সুত্র: আমাদের সময়
Leave a Reply