স্টাফ রিপোর্টার: টাঙ্গন নদীতে বালু উত্তোলনের জের ধরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮ নং দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া নামক স্থানে নির্মাণাধীন মসজিদ ভেঙ্গে দিলেন দুর্বৃত্তরা।
(৩০ মার্চ সোমবার) দুপরে বনুয়াপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই এলাকার মুসলমানদের মধ্যে বেশ চাঞ্চল্য বিরাজ করছে।
স্থানীয় মুনজুর আলম,মানিক হোসেন আজিজুরসহ একাধিক ব্যক্তি বলেন, মসজিদের পার্শ্বে টাঙ্গন নদীর বালু উত্তোলনের জের ধরে উপজেলার কাস্তোর গ্রামের মৃত নগেন্দ্র নাথের ছেলে নিরুন কিশোর,নানুহার গ্রামের মৃত ধরণী কান্ত রায়ের কমলা কান্ত ও পীরগঞ্জ শহরের জুতা ব্যবসায়ী স্বপনের নেতৃত্বে ৩০ হইতে ৫০ জনের একটি দল হামলা করে মসজিদের মিনার ও একটি দেয়াল ভাঙচুর করে পালিয়ে যায়।
এ বিষয়ে ৮নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় বলেন, মসজিদ ভেঙে তারা অন্যায় করেছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply