জাকির হোসেন,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের টাঙ্গন নদীর গেঞ্জিডুবা ঘাট থেকে ইজারা ছাড়াই কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবাধে বালু উত্তোলন করছেন।
নদী থেকে বালু উত্তোলন করায় ঐ এলাকার কৃষকের ফসলি জমি গুলো দিনদিন নদীতে বিলিন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ রয়েছে তাদের সহযোগিতা করছেন স্থানীয় কিছু সাংবাদিক ও ভূমি অফিসের লোকজন।
এতে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার আরেকদিকে হুমকির মুখে পড়েছে এই বালু ঘাটের পার্শ্ববর্তী এলাকার ফসলি জমিগুলো।
তবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪ এর (খ) অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এ আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবাধে বালু উত্তোলন করছেন কিছু অসাধু ব্যবসায়ী।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছে। এবার ধরা পেলে আমরা তাদের জেল দিব।
Leave a Reply