ছবিঃ বিয়ের আসর থেকে আটক ভুয়া কাজী মোসাদ্দেক হোসেন ।
নিজস্ব প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের আসর থেকে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন (৬১) নামের এক নিবন্ধনহীন কাজীকে আটক করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের কাউতলী এলাকার একটি হোটেল থেকে কাজী সমিতির নেতারা তাকে আটক করেন। আটক মোসাদ্দেক নবীনগর উপজেলায় শ্যামগ্রাম ইউনিয়নের বানিয়াচং গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। তার কাছ থেকে একটি বিয়ে নিবন্ধন বই ও দুটি তালাক নিবন্ধন বই এবং সিলমোহর উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি ইয়াহিয়া মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে বিয়ে ও তালাক নিবন্ধন করে আসছে। মূলত নিবন্ধিত কাজীরা যেসব বিয়ের নিবন্ধন প্রত্যাখ্যান করেন; চক্রটি সেসব বিয়ে নিবন্ধন করে। মোসাদ্দেক সরকারের নিবন্ধিত কাজী নন। তিনি দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে কাজীর কাজ করে আসছিলেন। সোমবার দুপুরে কাউতলী এলাকার তাজ হোটেলে একটি বিয়ে নিবন্ধন করার সময় কাজী সমিতির নেতারা তাকে হাতেনাতে আটক করেন। এরপর তাকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুল কবির বলেন, মোসাদ্দেক নিবন্ধিত কাজী নন। তার বৈধতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি তিনি। তার কাছে পাওয়া নিবন্ধন বইগুলোও নকল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জাহান বলেন, ওই ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply