Uttorer Kantho

ডুম্বুর বাঁধের পর ফারাক্কার গেটও খুলে দিয়েছে ভারত: রিজভী

ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট খুলে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভয়াবহ বন্যায় ভাসিয়ে দেওয়ার পর ভারত ফারাক্কার সব গেটও খুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত পরিকল্পিতভাবে অশুভ উদ্দেশ্যে নিয়ে এ কাজ করছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।

রিজভী বলেন, স্বৈরশাসক শেখ হাসিনাকে পৃথিবীর একটি দেশ সমর্থন দিয়েছিল। তারা বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি। কিছুদিন আগে সেই দেশ তাদের ডুম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে। গতকাল (সোমবার) ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে। শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের পানি দরকার, তখন তারা পানি দেয় না, ন্যায্য হিস্যাটুকুও তারা দেয় না। পতিত স্বৈরশাসকের নতজানু নীতির কারণে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে।

পতিত স্বৈরশাসকের দোসররা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করছে। ঘাপটি মেরে থাকা স্বৈরশাসকের দোসররা প্রতিবিপ্লবের জন্য চেষ্টা করছে। তিনি এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *