Uttorer Kantho

২০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’, দেশীয় সিনেমার গানে রেকর্ড

ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা অভিনীত ‘তুফান’ ছবিটি। মুক্তির পরপরই দর্শকের মধ্যে সাড়া ফেলে ছবিটি। এর আগে ২৬ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত এই ছবির ‘দুষ্টু কোকিল’ গানটি।

মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়েছে গানটি। মাত্র দুই মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ১৩৮ মিলিয়নের ওপরে। এসভিএফ ইউটিউব চ্যানেলে ৬৭ মিলিয়নের ওপরে। অফিশিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ ২০৫ মিলিয়নের ওপরে; অর্থাৎ এই দর্শক ভিউ ২০ কোটি ৫০ লাখ পার হয়ে গেছে।

এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানে নতুন রেকর্ড। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার ও সুরকারও আকাশ সেন।

গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কনা খুশি। বলেন, ‘নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সংগীতাঙ্গন অনেক দিন থেকেই ভালো নেই। আগের মতো ভালো, জনপ্রিয় গানের জোয়ার নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার। কারণ, গানটি প্রায় এক বছর আগে তৈরি করা ছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে আগে পরিচালক রায়হান রাফী গানটি শুনে পছন্দ করেন। পরে দর্শক লুফে নেন।’
এই আনন্দের মধ্যে মন ভালো নেই কনার। তিনি বলেন, ‘সময়টা ভালো নয়। এক মাসের সময় বেশি ছাত্র-জনতার আন্দোলন হয়েছে। বহু মানুষ মারা গেছেন। ভাবলে খুব কষ্ট লাগে, মর্মাহত হই।

এর পরপরই দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা। বাড়িঘর, জায়গাজমি, গবাদিপশু হারিয়ে দিশাহারা মানুষ। এসব কারণে গানবাজনায়ও মন দিতে পারছি না। বলতে পারেন, এমন আনন্দের খবরে বিষাদ কাজ করছে নিজের মধ্যে।’

আরও পড়ুন

‘দুষ্টু কোকিল’ নিয়ে যে কথা হচ্ছে নেট–দুনিয়ায়

গানটির সাফল্যে মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোর কাছে ভালো লাগার কথা বলেছেন আকাশ সেন, ‘বিষয়টি ভালো লাগছে। এত অল্প সময়ে সিনেমার গানে বড় অর্জন। সিনেমার আইটেম গান বলতে যা বোঝায়, তেমনটি নয় গানটি। এটি একটি সর্বসাধারণের গান ছিল। সুন্দর একটি মেলোডির গান এটি।’

আরও পড়ুন

১ নম্বরে ‘দুষ্টু কোকিল’

দুষ্টু কোকিল’ গানের দৃশ্যে শাকিব ও মিমি। ছবি: ইউটিউব থেকে

দুষ্টু কোকিল’ গানের দৃশ্যে শাকিব ও মিমি। ছবি: ইউটিউব থেকে

গানটি দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে শাকিব খানকে প্রাধান্য দিলেন এই গায়ক। তিনি আরও বলেন, ‘মিমির সঙ্গে গানটির মধ্যে শাকিব খান ছিলেন। যেখানে শাকিব খান থাকেন, দর্শকের আলাদা একটা মধুর চাপ তৈরি হয়। শাকিব খানের একটা পাওয়ার আছে। আরও বাড়তে থাকুক এই দর্শক ভিউ, নতুন ইতিহাস হোক সিনেমার গানের।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *