Uttorer Kantho

বন্যাদুর্গতদের জন্য আশার সহায়তা ৬০ কোটি টাকার সমান

বন্যাদুর্গত মানুষের সহায়তা ও পুনর্বাসনের জন্য বেসরকারি সংস্থা আশা ৫৯ কোটি ৮০ লাখ টাকার সমান নগদ সহায়তা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে। সংস্থাটি আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আশা বলেছে, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তারা তিন কোটি টাকা নগদ অনুদান দেবে। আর ক্ষতিগ্রস্ত আশার সদস্যদের নগদ এককালীন অনুদান দেবে ৩০ কোটি টাকা। এ ছাড়া ১ কোটি ৫০ লাখ টাকার খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ; ২৫ কোটি টাকার সুদমুক্ত ঋণ; কৃষি পুনর্বাসনের জন্য ২০ লাখ টাকা দামের সার, বীজ, কীটনাশক ও মাছের পোনা বিতরণ এবং বিনা মূল্য ১০ লাখ টাকার খাওয়ার স্যালাইন ও ওষুধ বিতরণ করা হবে। এর বাইরে সদস্যদের ২০০ কোটি টাকার সঞ্চয় ফেরত দেওয়া হবে।

আশার যুগ্ম উপপরিচালক (যোগাযোগ) মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যাদুর্গত এলাকায় আশার পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম পাঠানো হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে দুর্গত এলাকায় ঋণের কিস্তি আদায় কার্যক্রম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *